তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বাতিল করেছে হাইকোর্ট

news of bangla

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে কাফরুল থানায় দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা বাতিল করেছে হাইকোর্ট। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব মামলা দায়ের করা হয়।