শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার ফেসবুক পোস্টে সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা চলছে।