ভারতের ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বলা হয়েছে, হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকদের নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ লাগাতে হবে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে নেওয়া হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর ঢাকায় এই ঘটনায় ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনাকে ভিয়েনা সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশ।