কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সোমবার (২৫ নভেম্বর) তিনি গণমাধ্যমকে জানান, ভবনের কাচ, লিফট, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, ডকুমেন্টস, ল্যাপটপসহ অমূল্য জিনিসপত্র ধ্বংস ও লুট করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার উসকানি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।