ড. আহমাদুল্লাহ: মহানবীর (সা.) আখলাক অনুসরণ করলে সমাজে হিংসা থাকবে না

newsofbangla

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উত্তম আখলাক মানবতার জন্য অনুসরণীয়। যদি আমরা নবীজির জীবনাদর্শ মেনে চলি, সমাজে হিংসা-বিদ্বেষ থাকবে না। এতে দুনিয়ায় যেমন সম্মান পাওয়া যাবে, আখিরাতে তার উত্তম প্রতিদানও মিলবে। তিনি আরও বলেন, উত্তম চরিত্র ঈমানের গুরুত্ব বাড়ায়, আর সৎ চরিত্রের মানুষরা জান্নাতে মহানবী (সা.)-এর কাছাকাছি থাকার সুযোগ পাবেন। সিরাত কনফারেন্স-২০২৪ এ তিনি এসব কথা বলেন।