নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচে ঘটে একটি বিতর্কিত ঘটনা। দ্রুত দ্বিতীয় রান নিতে গিয়ে ক্রিজে পৌঁছতে পারেননি অ্যামিলিয়া কার। হারমানপ্রিত কৌরের থ্রো ধরার পর স্টাম্প এলোমেলো হয়ে যায়, কিন্তু আম্পায়ার জানান, বল 'ডেড' হয়ে গেছে। ভারত অধিনায়ক প্রথমে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তবে পরে খেলা শুরু করেন। নিউ জিল্যান্ড ১৬০ রানে ব্যাট করে, ভারত ১০২ রানে গুটিয়ে যায় এবং ৫৮ রানের জয় পায়।