ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ঝিনাইদহ জেলা আদালত তাদের অসুস্থতার প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। দুইজনের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যা ও সহিংসতার পৃথক মামলার বিচার চলছে। জামিনের মেয়াদ আগামী ১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।