আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী আরজুমান্দ বানুর সম্পদ ২০১৪ সালে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০০৮ সালে ২৬ লাখ টাকার সম্পদ থেকে ২০১৪ সালে তা ৪ কোটি ৭২ লাখে পৌঁছায়। আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে, কারণ তাদের দৃশ্যমান আয় অনুযায়ী এই বিস্ফোরণ অস্বাভাবিক। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।