জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক এবং ৪ সহসমন্বয়ক পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, আন্দোলনের নেতৃত্ব দলীয় পক্ষপাতমূলক আচরণ করছে এবং গণ–অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হয়েছে। এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে তাঁরা ব্যানার বিলুপ্তির আহ্বান জানান, কারণ তাঁদের মতে, আন্দোলন বর্তমান অবস্থায় সকল শ্রেণির ও পেশার মানুষের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। সমন্বয়করা বিশেষ করে দলীয় রাজনীতি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে নিরব থাকার সমালোচনা করেছেন।