ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভার্চুয়ালি বক্তব্য দেন। এতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি এবং প্রয়াত জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।