সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ জামিন মঞ্জুর করেন। এর আগে উর্মির বিরুদ্ধে শহীদদের ও ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলা দায়ের করা হয়। তার ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে উর্মিকে ওএসডি করে বরখাস্ত করে প্রশাসন।