ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী, বদলি বাণিজ্যে বহাল ছয় ক্যাশিয়ার

newsofbangla

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার হলেও ছয়জন গুরুত্বপূর্ণ ক্যাশিয়ার এখনো বহাল তবিয়তে আছেন। তাঁরা খাদ্য বিভাগের বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এবং মন্ত্রীর পরিবারের নির্দেশে বিপুল অঙ্কের টাকা নিয়ে পছন্দের পদায়ন দিতেন। বদলি নীতিমালা ভেঙে বারবার পদায়ন বদল করে নিজেদের জন্য লাভজনক অবস্থান তৈরি করতেন। যদিও তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন, খাদ্য বিভাগের ভেতরে এ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।