রাজধানীর শাহবাগ মোড়ে চাকরি জাতীয়করণের দাবিতে রাস্তা অবরোধ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।