চট্টগ্রাম বন্দরে বিএসসির বাংলার সৌরভ ট্যাংকারে অগ্নিকাণ্ড, ৩৬ জন ক্রু উদ্ধার

newofbangla-blust

চট্টগ্রাম বন্দরের বাইরের নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) তেলবাহী ট্যাংকার *বাংলার সৌরভ*-এ আজ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর ৫০ জন ক্রুর মধ্যে ১৪ জন সমুদ্রে ঝাঁপ দেয়। কোস্টগার্ড ৩৬ জনকে উদ্ধার করেছে এবং ফায়ারফাইটিং টাগবোট আগুন নেভানোর চেষ্টা করছে। রাত ১২টা ৫০ মিনিটে আগুন ধরে যখন জাহাজটি অপরিশোধিত তেল নিয়ে বন্দরের দিকে রওনা হচ্ছিল। কয়েকদিন আগে *বাংলার জ্যোতি* ট্যাংকারে ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণের পর এটি দ্বিতীয় দুর্ঘটনা।