গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম রুহুল আমীন (৩৭) খুন হয়েছেন। শনিবার হিলালপুরের একটি ভাড়াটে বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে আটক করা হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে নাদিয়া প্রথমে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।