গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে বিশ্বজুড়ে বিক্ষোভ

newsofbangla

গাজা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান। যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে এবং পুলিশ মাঝে মাঝে বাধা দিয়েছে। গাজার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েল এবং সেখানে বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার উদ্যোগের কথা জানান।