পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচ চলাকালীন রেফারির এক সিদ্ধান্তকে কেন্দ্র করে সমর্থকদের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে। স্থানীয় হাসপাতালগুলো মৃতদেহে ভরে গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এই ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের অংশ ছিল। সংঘর্ষের পর থানায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।