দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং ১২১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪,৮০০ জনে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।