চীনের ঝুহাই শহরের স্পোর্টস সেন্টারে শরীরচর্চার সময় বেপরোয়া গাড়ির চাপায় অন্তত ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন ৬২ বছর বয়সী ফ্যান নামে এক চালক, যিনি পালানোর চেষ্টা করেছিলেন। তবে পুলিশ তাকে আটক করেছে। এটি দুর্ঘটনা নাকি হামলা, তা এখনো নিশ্চিত নয়।