প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানু। বিচ্ছেদের সঙ্গে গায়িকা মোহিনী দে'র নাম জড়িয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে। তবে মোহিনী এটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।মোহিনী জানান, রহমান তার পিতৃতুল্য এবং তাদের পেশাগত সম্পর্কের অপব্যাখ্যা করা হচ্ছে। সায়রার আইনজীবীও জানিয়েছেন, রহমান-মোহিনীর মধ্যে কোনো যোগসূত্র নেই।