গজনফরের বোলিং ঝড়ে অসহায় বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটে নতুন তারকার উদয়

news of bangla

আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার গজনফর আহমেদ শারজায় ২৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় পরাজয়ের স্বাদ দিলেন। তার বৈচিত্র্যময় বল বাংলাদেশের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে, এমনকি অভিজ্ঞ মুশফিকুর রহিমও ছিলেন অসহায়। অফ স্পিন, ক্যারম বল ও গুগলির কারণে গজনফর ইতিমধ্যেই বিপিএলে রংপুর রাইডার্স ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন, যা তাকে বিশ্ব ক্রিকেটের উদীয়মান তারকা হিসেবে তুলে ধরছে।