খুলনায় ‘বিনা লাভের দোকান’ চালু করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ শিক্ষার্থীদের

newsofbangla

বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুলনায় 'বিনা লাভের দোকান' চালু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১৮ অক্টোবর শিববাড়ি মোড়ে স্থায়ীভাবে এই দোকান বসানো হয়, যেখানে ন্যায্যমূল্যে পণ্য কেনা যাচ্ছে। দোকানে মসুর ডাল, আলু, পেঁয়াজ, লাউ এবং ডিম বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা পণ্যের সংগ্রহ তৃণমূল থেকে করে এবং লাভ ছাড়াই বিক্রি করেন। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এই উদ্যোগ সপ্তাহে একদিন পরিচালিত হবে এবং খুলনার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।