এখনও ১১৭ মামলার আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদার বিরুদ্ধে ৩৭টি এবং তারেকের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ৪ লাখ মামলা হয়েছে। এসব মামলার নিষ্পত্তি হচ্ছে না। তারেক জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না। বিএনপি নেতারা শান্ত থাকার আহ্বান জানালেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি অব্যাহত রয়েছে।