চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে। বিচারক জিয়াদুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পেট্রোল বোমার আগুনে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় খালেদা জিয়া ও তিন নেতার বিরুদ্ধে এই হত্যা মামলা করা হয়েছিল। মামলার অপর আসামিরা হলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত) ও শমসের মবিন চৌধুরী।