খান ইউনিসে ১১ বছর বয়সী মোহাম্মদ ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসাবশেষ সংগ্রহ করছে, নতুন ঘর তৈরি করতে নয়, বরং তার ভাইয়ের জন্য সমাধি গড়তে। তার বাবা, জিহাদ, অবর্ণনীয় দুঃখের কথা বলেন, কারণ গত বছরে ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ৪ কোটি ২০ লাখ টন ভাঙা মালামাল পড়ে আছে, অনেক মরদেহ এখনো চাপা। এ পরিস্থিতিতে স্থানীয়রা বেঁচে থাকার জন্য লড়াই করছে, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।