খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জিরুনা ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। এ পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন উপজেলা ও এলাকার প্রতিনিধি, এবং ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যানসহ পূর্ব পরিষদের সদস্যরা পলাতক।