ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে ১২তম অ্যালবাম প্রকাশের পর নতুন কোনো অ্যালবাম করবেন না। গত বছর ক্রিস মার্টিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিটলস ও বব মার্লের অ্যালবামের সংখ্যা দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাদের ১০ম অ্যালবাম ‘মুন মিউজিক’ ৪ অক্টোবর প্রকাশিত হবে, এরপর আরো দুটি অ্যালবাম আসবে। ১২তম অ্যালবামের পর ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন। কোল্ডপ্লে আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে ‘মিউজিক অব দ্য স্পেয়ারস’ ট্যুরে পারফর্ম করবে, আট বছর পর এটি তাদের ভারত সফর।