ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। একটি ট্রাকের ধাক্কায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানের সিলিন্ডারে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের দুটি দোকানও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।