১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী এবং মাহফুজ আলম শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। তবে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব না থাকার কারণে এই সিদ্ধান্তে বৈষম্য রয়েছে।