অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ (১১ নভেম্বর) আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১১-১৪ নভেম্বর রাষ্ট্রীয় সফরে তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টি তুলে ধরবেন এবং বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখবেন। এটি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।