কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিন সদস্য নিহত

newsofbangla

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ৬৫ বছরের আহাম্মদ হোসেন, তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন, যা হামলার কারণ হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।