ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে মতবিনিময়কালে ওষুধ শিল্পের প্রশংসা করেন। তিনি জানান, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ।