নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। কাশ প্যাটেল এর আগে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন এবং ২০২৩ সালে “গভর্নমেন্ট গ্যাংস্টারস” বই প্রকাশ করেছিলেন। আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই নিয়োগ চূড়ান্ত হতে পারে। বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে সরানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।