লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার (২১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এ তথ্য জানান। তিনি বলেন, হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০’ এর প্রধান সিরিয়ায় নির্মূল করা হয়েছে। তবে হত্যার শিকার কমান্ডারের নাম প্রকাশ করা হয়নি। এই ইউনিট ইরানের তেল বিক্রি ও অর্থ স্থানান্তরের দায়িত্বে ছিল।