ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে ১১ ইসরায়েলি আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় প্রথমবারের মতো আশদোদ নৌঘাঁটিতে আক্রমণ এবং তেল আবিবের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। এই হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন নিহত হওয়ার পরদিন চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মোট ৩৪০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।