ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর দিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুতি নিচ্ছে। যদিও হামলার ধরন বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত মঙ্গলবার ইরান ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। হামলায় ইসরায়েলের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল পাল্টা হামলার ঘোষণা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমর্থনে কথা বলেছেন।