ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা লড়াইয়ে অংশ নিয়েছে। এটি প্রথমবারের মতো সংঘটিত হয়েছে বলে জানান তিনি। উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রে ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেন জেলেনস্কি। এ ঘটনাকে নতুন উত্তেজনা হিসেবে বর্ণনা করে ইউক্রেন পশ্চিমা মিত্রদের জোরালো সমর্থন কামনা করেছে। রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।