সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। বাংলাদেশের ২৪৪ রানের লক্ষ্যে গুরবাজের ১০১ রানের দুর্দান্ত ইনিংস আর ওমরজাইয়ের অপরাজিত ৭০ রানে নির্ধারিত ওভারের ১০ বল আগেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। মাহমুদউল্লাহর ৯৮ ও মিরাজের ৬৬ রানের ইনিংস সত্ত্বেও বাংলাদেশের বোলিংয়ে ঘাটতি থেকে যায়।