আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১ জুলাই থেকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় তথ্য সংগ্রহের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। কো-অর্ডিনেটর মাজহারুল হকের সই করা বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সম্পর্কিত তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।