প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই সাংবাদিকতায় যুক্ত। তিন বছরের জন্য গঠিত বাসস পরিচালনা বোর্ডে থাকবেন ১২ জন সদস্য, যা প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করবে।