বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশি প্রবাসীকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মুক্তি পাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জন। চলতি বছরের জুলাইয়ে বিক্ষোভের পর ৫৭ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমায় তাদের মুক্তি দেওয়া হয়।