আতিফ আসলাম আবারো ঢাকায়, কনসার্টের সব টিকিট বিক্রি!

newsofbangla

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আগামী ২৯ নভেম্বর ঢাকায় একটি কনসার্টে পারফর্ম করতে আসছেন। ট্রিপল টাইম কমিউনিকেশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য অনুমতি এখনও মেলেনি, তবে আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম চলছে। আতিফের পাশাপাশি পারফর্ম করবেন আবদুল হান্নান, তাহসান খান ও ব্যান্ড কাকতাল। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, গেট খুলবে বেলা ১টায়।