ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বকুল মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুলের জামিন আবেদন নাকচ করে আদালত এই রিমান্ড আদেশ দেন।