বুধবার (২৭ নভেম্বর) ঢাকার আদালতে বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদকে হাজির করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সংশ্লিষ্টতা এবং হত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আনিসুল হক, হাজি সেলিম, কামরুল ইসলামসহ নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর হয়েছে। কাঠগড়ায় দাঁড়িয়ে আনিসুল হক পুরো সময় চুপ ছিলেন, আর হাজি সেলিমের সঙ্গে ছেলে সোলাইমান সেলিমের কথা হয়নি। অন্যদিকে, দীপু মনিকে হাসিমুখে সহকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।