আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২২টি প্রকল্পে প্রায় ১৯ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অন্তর্বর্তী সরকার তদন্ত শুরু করেছে। উচ্চ পর্যায়ের কমিটি প্রকল্প পরিচালকদের কেনাকাটা বন্ধ রেখেছে এবং প্রকল্পগুলোর নৈতিকতা ও ব্যয় নিরীক্ষা করছে। আরও খতিয়ে দেখা হচ্ছে, সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক দলের সম্পৃক্ততা এবং নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর কাজের মান।