চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার অন্যতম আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভৈরব রেলস্টেশনের কাছ থেকে তাঁকে আটক করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, চন্দন কিরিচ দিয়ে আইনজীবীকে কুপিয়েছেন। ২৬ নভেম্বর সংঘর্ষে সাইফুল ইসলামকে হত্যা করা হয়। ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে হত্যার মামলায় ১০ জন গ্রেপ্তার রয়েছেন।