অর্থ কেলেঙ্কারির মামলায় জড়ালেন তামান্না ভাটিয়া: ইডি’র জিজ্ঞাসাবাদে ৮ ঘণ্টা

newsofbangla

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি'র প্রশ্নের মুখে পড়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া 'স্ত্রী ২'-এর আইটেম গান 'আজ কি রাত' দিয়ে ব্যাপক আলোচনায় আসার পর, অভিনেত্রীকে গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হয়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।অভিযোগ অনুযায়ী, তামান্না একটি মোবাইল অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন, যা বেআইনিভাবে আইপিএল স্ট্রিমিং করছে। এইচপিজেড টোকেন অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মামলায় তার নাম জড়ানোর ফলে ইডি তাকে তলব করে।