অন্যের সমালোচনা সহ্য করতে হবে, প্রকাশ্যে আসার পরামর্শ ওমর সানির

newsofbangla

আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশ্যে ভিডিওবার্তায় পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি বলেন, পালিয়ে থাকার প্রয়োজন নেই, বরং প্রকাশ্যে এসে নিজের ভুলগুলো স্বীকার করা উচিত। শিল্পীরা যদি অপরাধ করে থাকেন, তবে বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে হবে। ওমর সানি উল্লেখ করেন, কাপুরুষেরা পালিয়ে থাকে, তাই শিল্পীদের উচিত প্রকাশ্যে আসা। তিনি বলেন, জেলে থাকা ভালো, পালিয়ে থাকা নয়।