ইসলামে অন্যায় হত্যা ও রক্তপাত কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা নিষ্পাপ মানুষের প্রাণহানি ও রক্তপাতকে ভয়াবহ পাপ বলেছেন। কুরআন ও হাদিসে এ অপরাধের শাস্তি সম্পর্কে কঠোর সাবধানবাণী রয়েছে। একজন মুমিন ইচ্ছাকৃতভাবে অন্য মুমিনকে হত্যা করতে পারে না। ইসলামে এই নিষেধাজ্ঞার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব ফুটে ওঠে।