অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেইন রট’: মানসিক অবনতির ইঙ্গিত?

news of bangla

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ২০২৩ সালের সেরা শব্দ হিসেবে ‘ব্রেইন রট’ নির্বাচন করেছে। এটি নিম্নমানের অনলাইন কনটেন্টে অতিমাত্রায় সময় ব্যয় করার ফলে সৃষ্ট মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবনতির ইঙ্গিত করে। শব্দটি প্রথম ব্যবহার হয় ১৮৫৪ সালে হেনরি ডেভিড থোরোর লেখায়। বিশেষজ্ঞরা এটিকে প্রযুক্তি ও সোশাল মিডিয়ায় অতৃপ্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সম্প্রতি শব্দটির ব্যবহার প্রায় ২৩০ শতাংশ বেড়েছে।